হায়দরাবাদ, ৭ মে (হি.স.) : মুসলিম মহিলাকে বিয়ে করার জন্য নাগারাজুকে হত্যার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শনিবার হায়দরাবাদে অভিযুক্তের পরিবারের বিচারের দাবিতে এবিভিপি কর্মীরা কুকাটপল্লী প্রধান সড়কে অবরোধ করে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করেন। তবে তেলেঙ্গানা পুলিশ বিক্ষোভকারীদের আটক করে স্থানীয় থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, বুধবার সরুরনগরের পাঞ্জালা অনিল কুমার কলোনিতে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবিভিপি।
এক নববিবাহিত আন্তঃধর্মীয় দম্পতি একটি বাইক চালাচ্ছিল,তখন তারা লোহার রড দিয়ে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে নাগারাজুর মৃত্যু হয়।