ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। ফাইনালে খেলার মনোবল যথেষ্ট তুঙ্গে। মহড়া ম্যাচে ফাইনালিস্ট প্রতিপক্ষ দলকে হারিয়ে ওয়েস্ট জোন নিজেদের অবস্থান আরো একধাপ এগিয়ে নিয়েছে। মূলতঃ ফাইনাল ম্যাচের আগে প্রতিপক্ষ দলকে লীগ ম্যাচে হারানোর স্বাদটাই আলাদা। তবে খেলাটা ক্রিকেট বলে কথা। ফাইনাল ম্যাচ কিন্তু হবে দুই দিনের, দৈনিক প্রতিদিন ৯০ ওভারের হিসেবে, দুই ইনিংসের।
তবে আলাদা একটা মাত্রা বয়ে এনেছে ওয়েষ্টজোন লীগে অপরাজিত সেরা হয়ে। ফাইনাল খেলার আলাদা এনার্জি সংগ্রহ করে নিয়েছে। পুলিশ ট্রেনিং অ্যাক্যাডেমি গ্রাউন্ডে শুক্রবার, সকাল ৯টায়, ম্যাচ শুরুতে টস জিতে নর্থ জোন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৪৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে নর্থ জোন ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌভিক চক্রবর্তী সর্বাধিক ২৫ রান পায়। ওয়েস্ট জোনের বোলার রাকেশ রুদ্র পাল ১১ রানে ৩টি, অর্কজিৎ পাল ২ রানে এবং বেদব্রত ভট্টাচার্য ৪ রানে ২টি করে উইকেট পায়।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট জোন ২০.৩ ওভার খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে দীপঙ্কর ভাটনগরের অপরাজিত ৩৭ রান এবং অর্কজিত পালের ৩৭ রান দলকে সহজ জয় এনে দেয়। নর্থ জোনের অভীক পাল ও সৌম্যদীপ শুক্ল বৈদ্য একটি করে উইকেট পেয়েছে। বলে-ব্যাটে দারুন সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্কজিৎ পালকে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব দেওয়া হয়।