ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। চ্যাম্পিয়নের মেজাজে শুরু করলো সদর মহকুমা। অনেকটা হেলায় পরাজিত করলো তেলিয়ামুড়া মহকুমাকে। ব্যাট এবং বল উভয় বিভাগে দাপট দেখিয়ে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে সদর মহকুমা জয়লাভ করে ৯ উইকেটে। প্রথমে ব্যাট নিয়ে তেলিয়ামুড়া মহকুমার গড়া ১১২ রানের জবাবে সদর মহকুমা ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যাচে বল হাতে সদর মহকুমার চিরঞ্জীৎ পাল এবং ব্যাট হাতে পল্লব দাস সকলের নজর কেড়ে নেয়। দুদলের মধ্যে শক্তির বিচারে সদর মহকুমা অনেকটা এগিয়ে তা আগেই জানা ছিলো।
ত্রিপুরা দলের একঝঁাক ক্রিকেটার নিয়ে গড়া সদরের বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে তা-ই দেখার ছিলো। প্রাক্তন ত্রিপুরা দলের ক্রিকেটার শুভঙ্কর দেবনাথ যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে তেলিয়ামুড়ার স্কোর হয়তোবা ৬০ রানের গন্ডি পার হতো না। তেলিয়ামুড়া ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১২ রান করে। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য বঁাহাতি স্পিনার চিরঞ্জীৎ পালের বিষাক্ত স্পিনের ভেলকির সামনে তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তেলিয়ামুড়ার ব্যাটসম্যানরা। ব্যাতিক্রম দলের অধিনায়ক শুভঙ্কর। দলের বিপর্যয়ে ঠান্ডা মাথায় ব্যাট করে শুধু অর্ধশতরান করেননি দলকে কার্যত খাদের কিনারা থেকে টেনে তুলেন। শুভঙ্কর ৭২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন।
এছাড়া দলের পক্ষে ওপেনার তন্ময় মজুমদার ৯২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাঁড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। সদর মহকুমার পক্ষে চিরঞ্জীৎ পাল (৫/২৭) এবং রজত দে (৩/১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে সদর মহকুমা ১৫.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনিং জুটিতে বিশাল ঘোষ এবং পল্লব দাস ৯১ বল খেলে ১১১ রান যোগ করে দলের জয়কে নিশ্চিত করে দেন। বিশাল থেকে পল্লব ছিলেন কিছুটা মারমুখি। বিশাল ৪৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে আউট হয়েছেন। এরপর সপ্তজিৎ দাসকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন পল্লব। পল্লব ৫০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ রানে এবং সপ্তজিৎ২৪৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬ রানে অপরাজিত থেকে যান।