Cricket : সুপ্রকাশ ও রাজেশের অর্ধশতরান, সাব্রুমে বিধ্বস্ত অমরপুর মহকুমা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। বিধ্বস্ত অমরপুর মহকুমা। সাব্রুম মহকুমার বিরুদ্ধে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। শুক্রবার জামজুরি মাঠে সাব্রুম মহকুমা ১২৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে অমরপুর মহকুমাকে। প্রথমে ব্যাট নিয়ে সাব্রুমের গড়া ২০৫ রানের জবাবে অমরপুর মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের সুপ্রকাশ গোস্বামী ৭৩ রান করেন।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে সাব্রুম মহকুমা ৪৮.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রান করে। একসময় ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে সাব্রুম যখন খাদের কিনারায় তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান সুপ্রকাশ এবং রাজেশ সরকার। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ষষ্ঠ উইকেট ওই জুটি যোগ করেন ১৫১ রান। যা দলকে লড়াকু স্কোর গড়াতে সাহায্য করেন। সুপ্রকাশ ১০৮ বল খেলে ৩টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩ এবং রাজেশ ৬৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন। এছাড়া দলের পক্ষে রণজিৎ দেবনাথ ১৩ এবং নগেন্দ্র ত্রিপুরা ১১ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৫ রান। অমরপুরের পক্ষে রতন জমাতিয়া (‌৪/‌৪২),দেবোত্তম ঘোষ (‌৩/‌২৬) এবং রিতেশ দাস (‌২/‌৪৮) সফল বোলার।

জবাবে খেলতে নেমে ত্রিপুরা জুনিয়র দলের প্রাক্তন স্পিনার মতি ত্রিপুরা (‌৩/‌১১) এবং সাগর আচার্য-‌র (‌৩/‌১১) ভেলকিতে কুপোকাৎ হয়ে যায় অমরপুর। দল ২০.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন জমাতিয়া ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫, দেবোত্তম ঘোষ ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং সৌরভ হালদার ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির  সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। সাব্রুমের পক্ষে মতি এবং সাগর ছাড়া নগেন্দ্র ত্রিপুরা (‌২/‌১৫) সফল বোলার।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *