শ্রীনগর, ৬ মে (হি. স.) : কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। শুক্রবার সকালে অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার শ্রীচন্দ টপে (জঙ্গলে) সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর শুক্রবার সকালে অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার শ্রীচন্দ টপে (জঙ্গলে) অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদী কোনও জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি।

