Arrested: তাজিন্দরকে দিল্লি থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ, তাঁর বাবাকে ঘুষি মারার অভিযোগ

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): মোহালি সাইবার সেলে দায়ের হওয়া একটি মামলায় বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গাকে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। শুক্রবার সকালে দিল্লির জনকপুরীর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাজিন্দরকে। তাজিন্দরের বাবা প্রীতপাল সিং বাগ্গা জানিয়েছেন, শুক্রবার সকালে ১০-১৫ জন পুলিশ কর্মী আমাদের বাড়িতে আসে, তাজিন্দরকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। মোবাইলে গোটা ঘটনার ভিডিও তোলার চেষ্টা করলে আমাকে অন্য একটি ঘরে নিয়ে যায় এবং মুখে ঘুষি মারে।

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক তাজিন্দরের বিরুদ্ধে মামলা করেছিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা সানি সিং, এরপর গত মাসে তাজিন্দরের নামে মামলা দায়ের করা হয়। সানি সিং অভিযোগ করেছিলেন, উস্কানিমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি, গুজব এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক হিংসা তৈরি করার চেষ্টা করেছেন তাজিন্দর। গত ৩০ মার্চ প্রতিবাদের সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাগ্গার বিরুদ্ধে।

তাজিন্দরকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে বিজেপি। দিল্লি বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা বলেছেন, “তাজিন্দরকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাঁকে পাগড়িও পড়তে দেওয়া হয়নি। তাজিন্দরকে মারধর করার অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা। হিটলারের মতো আচরণের জন্য কেজরিওয়ালকে মূল্য চোকাতে হবে। কেজরিওয়ালের নির্দেশে কাজ করছে পঞ্জাব পুলিশ।”