Football : খুঁটি পূজা দিলো লালবাহাদুর ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। লালবাহাদুর ক্লাব। শহরের অন্যতম ফুটবল অন্তঃপ্রাণ এই ক্লাবটির বহু ইতিহাস রয়েছে রাজ্যের ফুটবল ময়দানে। এবারও আসন্ন ফুটবল মরশুমে ভালো ফুটবল খেলার প্রত্যাশা নিয়েই প্রস্তুত এই ক্লাব। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ক্লাবের পক্ষ থেকে বার পূজা করা হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। ভিলেন বৃষ্টিকে সঙ্গে নিয়েই মঙ্গলবার আগামী মরশুমে ভালো ফুটবল খেলার জন্য জেল রোড স্থিত ক্ষুদিরাম স্কুল মাঠে করা হলো লালবাহাদুর ক্লাবের তরফে বার পূজা।

এতে উপস্থিত ছিলেন লালবাহাদুর ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। বারোপুজো দিয়ে ক্লাবের সভাপতি প্রণব সরকার বললেন, চ্যাম্পিয়নের লক্ষেই এবার মাঠে নামবে লাল বাহাদুর ক্লাব। এর জন্য যাবতীয় সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *