মাদ্রিদ, ১ মে (হি.স.) : ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। এস্প্যালিয়নকে হারিয়ে লা লিগার খেতাব জিতল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে ৩৫ বার লা লিগায় চ্যাম্পিয়ন হল তারা।
শনিবার ঘরের মাঠে এস্প্যালিয়নকে ৪-০ গোলে হারিয়ে দেয় মাদ্রিদ। এখনও এই লিগে চার ম্যাচ বাকি। কিন্তু তার আগেই খেতাব গেল মাদ্রিদের ঘরে। পয়েন্টের তালিকায় প্রথম স্থানে থাকা রিয়ালের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা সোভিয়ার পয়েন্টের ব্যবধান ১৭। যা হিসেবেই টপকানো সম্ভব নয়।
ম্যাচের প্রথম থেকেই আক্রণাত্মক খেলতে শুরু করে রিয়াল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। প্রথম গোল আসে ৩৩ মিনিটের মাথায়। বিরতির ঠিক আগেই রদ্রিগোর পায়ের জাদুতে দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে যায় রিয়াল। বিরতির পরে মার্কো আসেনসিয়া রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। আর ম্যাচের ক্যানভাসে শেষ তুলির টানের মত চতুর্থ গোলটি করেন করিম বেঞ্জেমা।