নয়াদিল্লি, ১ মে (হি.স.): মে মাসের শুরুতেই ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। ত্রিদেশীয় এই সফরের প্রাক্কালে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছেন, “জার্মানির চ্যান্সেলর স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে একটি সুযোগ হবে
বার্লিনে আমার সফর।” তিনি আরও জানিয়েছেন, “সফরের একেবারে শেষে, দেশে ফিরে আসার আগে আমি প্যারিসে থামব, সেখানে আমার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করব। এর ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় হবে।”
রবিবার ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ থেকে ৪ মে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির রাজধানী বার্লিনে গিয়ে জার্মানির ফেডারেল চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের (আইজিসি) ষষ্ঠতম সংস্করণের সহ-সভাপতিত্ব করবেন এই দুই নেতা। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, জার্মানি সফর শেষে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে ৩ মে কোপেনহেগেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডেনমার্ক আয়োজিত দ্বিতীয় ভারত-নর্ডিক সামিটেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের একেবারে অন্তিম পর্যায়ে, ৪ মে প্যারিসে সংক্ষিপ্ত যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানিয়েছেন, আগামী ৪ মে ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় ভারত-নর্ডিক সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। শীর্ষ সম্মেলনের আগে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।
বিদেশ সচিব বিনয় কোয়াত্রা আরও জানিয়েছেন, জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক সফরের সময় ইউক্রেন পরিস্থিতি ও এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।