নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাস্তা পারাপার হওয়ার সময় মারুতি গাড়ির ধাক্কায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে৷ ঘটনা উদয়পুরের নেতাজি কিন্ডার গার্ডেন সুকলের সামনে৷ আহত পঞ্চম শ্রেণির ছাত্রীর নাম সিমরান ঘোষ৷ তার বাড়ি টেপানিয়া এলাকায়৷ শনিবার সকালে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী কিন্ডারগার্ডেন সুকলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ সুকলের সামনে এগিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই ছাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ আহত ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জানা যায় দুর্ঘটনার পর মারুতি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে এখনো পর্যন্ত ভারতে গাড়িটির হদিস পাওয়া যায়নি৷
2022-04-30