সুরাট, ৩০ এপ্রিল (হি. স.) : গুজরাটের সুরাটে তাপ্তি নদীতে ডুবে মৃত্যু হল দুই নাবালক ও এক নাবালিকার। শুক্রবার সন্ধ্যায় নদীর ধারে ওই তিনজন খেলা করছিল, আচমকা জলস্তর বেড়ে যায়। কোনও কিছু বুঝে ওঠার আগেই নদীবক্ষে তলিয়ে যায় তিনজন। পরে শুক্রবার রাতেই দু’জনের দেহ উদ্ধার হয়, একজনের দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ঘটনাটি ঘটেছে সুরাটের রান্দের এলাকায়। মৃত শিশুদের বাড়ি ইকবাল নগর বস্তি এলাকায়।
শনিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নদীর ধারে ওই তিনজন খেলা করার সময় আচমকাই জল স্তর বেড়ে যায়। নদীবক্ষে তলিয়ে যায় তিনজন, পরে তিনজনের দেহ উদ্ধার হয়। শুক্রবার রাতেই দু’জনের দেহ উদ্ধার হয়, একজনের দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ইকবাল নগর বস্তি এলাকার বাসিন্দা ওই তিনজনের নাম-মহম্মদ ফকির (৭), শাহাদাত ফকির (৮) ও সানিয়া শেখ (১৪)। সানিয়ার দেহ উদ্ধার হয় শনিবার সকালে।