Cricket : এ.জি ক্রিকেট : বিহারকে নকআউট করে ঝাড়খন্ড আজ ওড়িশার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল।। এ.জি পূর্বাঞ্চলীয় টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছে। আগামীকাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ দুই মাঠে অনুষ্ঠিত হবে। আজ, বুধবার উদ্বোধনী দিনে এ.জি ঝাড়খন্ড বনাম এ.জি বিহারের ম্যাচটি বেশ জমজমাট হলো। টি-টোয়েন্টির এই যুদ্ধে এদিন ঝাড়খণ্ড দল সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো বিহারকে।

টস জিতে ঝাড়খন্ড দল প্রথমে ফিল্ডিং এর সিধান্ত নেয়। সুযোগটাকে বেশ ভালোই কাজে লাগায় বিহারের ক্রিকেটাররা। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে বিহার দল স্কোর বোর্ডে সংগ্রহ করে ১৮২ রান। ব্যাট হাতে অখিলেশ শুক্লা অনবদ্য মেজাজে ১০০ রান করে। তার এই ইনিংসে ৫৭ বলে ৭ টি চার ও ৭টি ছয়ের মার সামিল রয়েছে।

এছাড়া অস্বিনী কুমার ৪৬, দিয়ান রোশন ২০ রান করেন। বলে ঝাড়খণ্ডের হয়ে সাবির হোসেন দুটি এবং একটি উইকেট নেয় রাজেন জয়পাল। জয়ের জন্য ঝাড়খণ্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৮৩ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৯.২ ওভারেই মাত্র তিন উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো।

বিজয়ী দলের হয়ে হর্ষ শর্মা ১৮, সাবির হোসেন ১৬, সচিন প্রসাদ ৬৯, সন্তোষ কুমার ২৩, রাজেন জয়পাল ১৩ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ৩৯ রানের। যার ফলে অনায়াসেই জয় হাসিল করে নিলো ঝাড়খন্ড দল। আগামীকাল সেমিফাইনালে ঝারখন্ড খেলবে ওড়িশার বিরুদ্ধে। উল্লেখ্য, ওড়িশা গত বছর এ.জি পূর্বাঞ্চলীয় ক্রিকেট আসরে ফাইনালিস্ট দল ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *