আগরতলা, ২৭ এপ্রিল : ধলাই জেলার আমবাসা থানাধীন নালীছড়া এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তি কুমার দেববর্মা।
ঘটনার বিবরণে জানা গেছে, শান্তি কুমার দেববর্মা স্কুটি করে যাচ্ছিলেন। আমবাসার নালীছড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা লাগে স্কুটির। তাতে স্কুটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। স্কুটি চালক শান্তি কুমার দেববর্মার অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে আমবাসা থানায় একটি মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।