ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।।প্রণব দেবনাথ এবং আয়ুষ দেবনাথের তেজে ভষ্মিভূত সেন্ট্রাল জোন। অনায়াসেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো দক্ষিণ জোন। ২৮ এপ্রিল হবে ফাইনাল ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে। রাজ্য অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠের ২২ গজে মঙ্গলবার প্রণব দেবনাথ এবং আয়ুষ দেবনাথ বল হাতে জ্বলে উঠে। ওই দুই বোলারের দাপটে মাথা তুলে দাড়াতে পারেনিসেন্ট্রাল জোনের ব্যাটসম্যানরা। ৪০ ওভারের ম্যাচে সেন্ট্রাল জোনের ইনিংস থেমে যায় ১৯.২ ওভারে। স্কোরবোর্ডে তখন সর্বসাকুল্যে সেন্ট্রাল জোনের স্কোর মাত্র ৩০ রান।
এদিন সকালে টসে জয়লাভ করে সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ জোনের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে খরকুটোর মতো ভেঙ্গে পড়ে সেন্ট্রাল জোনের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করে সুরজ গুরুং ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দক্ষিণ জোনের পক্ষে প্রণব দেবনাথ (৩/৭), আয়ুষ দেবনাথ (৩/১০) এবং রবি কুমার নোয়াতিয়া (২/০) সফল বোলার।
জবাবে খেলতে নেমে দক্ষিণ জোন ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুই ওপেনার মানিক সরকার এবং শ্রীমান দেবনাথ ওপেনিং জুটিতে ৭২ বল খেলে ২৮ রান যোগ করে। শ্রীমান ৩২ বল খেলে ৪ রান করে সুরজ গুরুং এর বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরে। এরপর ইমন ত্রিপুরাকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্খিত জয় এনে দেয়। মানিক ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং ইমন ৮ বল খেলে ২ রানে অপরাজিত থেকে যায়।