মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঐতিহাসিক কীর্তি গড়লেন গুজরাট টাইটান্সের লেগ-স্পিনার রশিদ খান। রশিদ আইপিএলে একশো উইকেট শিকার করলেন। তিনি দ্বিতীয় বিদেশী স্পিনার এই কীর্তি গড়লেন।
আফগানিস্তানের স্পিনার রশিদ আইপিএল ২০২২-এর ৩৫ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও, তিনি টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে একশো উইকেট ছুঁয়েছেন।
২৩ বছর বয়সী রশিদ ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের পরে একশো উইকেট নেওয়া দ্বিতীয় স্পিনার এবং সামগ্রিকভাবে চতুর্থ বিদেশী বোলার হলেন। রশিদ ও সুনীলের পর ১০০ উইকেট নেওয়া অন্য বিদেশি বোলাররা হলেন লাসিথ মালিঙ্গা ও ডোয়াইন ব্রাভো।
রশিদ তাঁর ৮৩তম ম্যাচে শততম লিগ উইকেট নেন এবং স্পিনার হিসাবে আইপিএল ইতিহাসে দ্রুততম একশো উইকেট শিকার করেন। যুজবেন্দ্র চাহাল (৮৪ ম্যাচ) এবং সুনীল নারিনকে (৮৬ ম্যাচ) পেছনে ফেলেছেন রশিদ।