চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন, কেদারনাথের জন্যই ৪১,১০৭

দেহরাদূন, ২৩ এপ্রিল (হি. স.) : আগামী ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি পুণ্যার্থী রেজিস্ট্রেশন করেছেন। যমুনোত্রীর জন্য রেজিস্ট্রেশন হয়েছে ১৫,৮২৯, গঙ্গোত্রীর জন্য ১৬,৮০৪, কেদারনাথের জন্য ৪১,১০৭ ও বদ্রীনাথ দর্শনের জন্য ২৯,৪৮৮। শনিবার উত্তরাখন্ড পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চারধাম যাত্রার জন্য এক লক্ষের বেশি পুণ্যার্থী রেজিস্ট্রেশন করেছেন। সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হয়েছে কেদারনাথ দর্শনের জন্য।

প্রসঙ্গত, মে মাসের ৬ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। ৮ মে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির। যমুনোত্রী মন্দির খুলবে ৩ মে। গঙ্গোত্রী মন্দিরও খুলবে ৩ মে। চারধাম যাত্রার জন্য ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন করেছেন পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *