ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। বুড়ো হাতের ভেলকি। ৪৯ বছর বয়সেও বল হাতে দাপট দেখালেন এক তরুণ যুবক সুদীপ নাথ। দুরন্ত বল করলেও তার দল জয় পেতে ব্যর্থ হয়েছে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটে। বৃহস্পতিবার বিদ্যাপীঠ মাঠে হয় ম্যাচটি। তাতে ইউনিটি ক্লাব ৪২ রানে পরাজিত করে ওল্ড পলে সেন্টারকে।
সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনিটি ক্লাব ২২৪ রান করে। ৪৯ বছরের তরতাজা তরুণ যুবক সুদীপ নাথের দুরন্ত বোলিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে ইউনিটি ক্লাব। সুদীপের আটোসাটো বোলিংয়ে একসময় চাপে পড়ে গিয়েছিলো ইউনিটি ক্লাব। দলের পক্ষে সৌরভ পাল ৫২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, শুভম দাস ১৫ বল খেলে ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯,কিষান মুড়াসিং ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫,অভিজিৎ মৈত্র ১৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অলকেন্দু ভৌমিক ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। ও পি সি-র পক্ষে সুদীপ নাথ (৫/৪১) এবং প্রদীপ দেবনাথ (২/১৫) সফল বোলার।
জবাবে খেলতে নেমে ও পি সি ১৮২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মনোজিৎ দাস ৪৭ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৯,রতন ত্রিপুরা ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০,শায়ন দাস ৩০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ভাস্কর নন্দী ১৯ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। ইউনিটি ক্লাবের পক্ষে কিষান পাল (৫/২১) এবং সৌরভ পাল (২/৪৩) সফল বোলার।