Cricket : রাজ্য অনূর্ধ্ব-‌১৪ শুরু কাল, উত্তর জেলার দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল।। উদ্বোধনী দিনে মাঠে নামবে উত্তর জেলা। প্রতিপক্ষ সেন্ট্রাল জোনের বিরুদ্ধে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে হবে ম্যাচটি। ২৩ এপ্রিল। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ ক্রিকেটে। এছাড়া ২৪ এপ্রিল দক্ষিণ জেলা এবং ২৬ এপ্রিল পশ্চিম জেলার বিরুদ্ধে খেলবে উত্তর জেলা। আসরে ভালো ফলাফল করতে আর কে আই মাঠে জোড় কদনে চলছে প্রস্তুতি। কোচ বিকাশ ভট্টাচার্যর তত্বাবধানে। মহকুমার ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকদিন অনুশীলন হলেও গোটা দল নিয়ে অনুশীলন চলছে ৬ দিন ধরে। অনুশীলনে ক্রিকেটারেদর শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাটিং এবং বোলিং বিভাগেও জোর দেওয়া হয়। রাজ্য আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী কোচ। জেলা অনূর্ধ্ব-‌১৪ আসর থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হয়। আজ ক্রিকেটাররা আসবে রাজধানীতে রাজ্য আসরে অংশ নিতে।

উত্তর জেলার দল:‌অমন যাদব, জয় রুদ্র পাল, মাহাসাইন হুসেন,রাজন সিনহা, রেজাওল ইসলাম, সুব্রত দেব, শুভজ্যোতি সিনহা, ভার্গব দত্ত রায়, বাইথাং রিয়াং, জয়দীপ দত্ত, কার্তিক পাল, জ্যাক মালাকার, হাসান আলি, নয়নমনি ভট্টাচার্য, প্রদীপ পাল, অভয় চক্রবর্তী, হৃদম পাইন এবং বিশাল দেবনাথ। কোচ:‌ বিকাশ ভট্টাচার্য, ম্যানেজার:‌ পার্থ প্রতীম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *