নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ স্থাপনা দিবসকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় সোমবার৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা সহ অন্যান্য সদস্যরা৷
৬ ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস৷ এ দিনটিকে কেন্দ্র করে রাজ্যসহ দেশজুড়ে পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে৷ আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে৷ এরই অংশ হিসেবে রাজ্যেও বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত করছে ভারতীয় জনতা পার্টি৷ সোমবার আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত অভিযান৷
এদিন ডাঃ মানিক সাহা বলেন, ২০১৪ সালে ২ রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম সারা ভারতে স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেন৷ তারপর থেকে দেশসহ রাজ্যের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়ে আসছে৷ তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্রই হলো সেবাই সংগঠন৷ সেবার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সর্বক্ষণ জনগণের পাশে থাকে৷ স্থাপনা দিবসকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় এই স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হচ্ছে৷ এছাড়াও দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি৷ বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ অনুষ্ঠিত হবে এই দিনগুলিতে৷