ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল।। রাজ্য অনূর্ধ্ব-৮ দাবা প্রতিযোগিতা আজ। এন এস আর সি সি-র দাবা হল ঘরে হবে এই প্রতিযোগিতা। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। তাতে বালক বিভাগে ১৩ জন এবং বালিকা বিভাগে ৬ জন দাবাড়ু অংশ নিয়েছে। আগামীকাল সকাল ৯ টায় হবে প্রথম রাউন্ডের খেলা। দুই বিভাগে প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করবে।
2022-04-16