খোয়াই, ১৬ এপ্রিল : খোয়াই বিমান বন্দর সংলগ্ন রাম ঠাকুর আশ্রমের কাছে একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে প্রচুর জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। শনিবার সকালে স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে দোকানের মালিকের খবর দেন। খবর পেয়ে দোকানের মালিক সেখানে ছুটে আসে এবং খবর দেওয়া হয় সুভাষ পার্ক আউটপোস্ট এর পুলিশকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার তদন্ত করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে আটক করার কোনো সংবাদ নেই। উল্লেখ্য শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় প্রতিরাতেই কোন না কোন স্থানের চুরির ঘটনা ঘটে চলেছে। ফলে শহর ও শহরতলীর রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

