কলম্বো, ১২ এপ্রিল (হি. স.) : আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত কয়েক সপ্তাহ ধরে সেখানে খাদ্য, প্রয়োজনীয় জিনিসপত্র, জ্বালানি ও গ্যাসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। দিনে প্রায় ১৩ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যুৎ। বিদ্যুতের অভাবে থমকে রয়েছে অত্যাবশ্যকীয় চিকিৎসা পরিষেবাও। এই পরিস্থিতিতে আইপিএল ছেড়ে দেশের পাশে থাকার জন্য শ্রীলঙ্কার খেলোয়াড়দের আহ্বান জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা।
তিনি জানান, কয়েকজন ক্রিকেটার আইপিএলে অসাধারণ খেলছেন। তবে তাঁরা দেশের কথা বলছেন না। দুর্ভাগ্যবশত, মানুষ সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান। ক্রিকেটাররা মন্ত্রকের অধীনে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করছেন। তাঁরা তাঁদের চাকরি রক্ষা করার চেষ্টা করছেন৷ কিন্তু এখন তাঁদের পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি জানান, কিছু ভুল হচ্ছে জেনে তার বিরুদ্ধে কথা বলার সাহস থাকা উচিৎ। তাঁর বক্তব্য, অনেকেই তাকে জিজ্ঞাসা করেন, কেন তিনি প্রতিবাদে নেই। এটা ঠিক যে গত ১৯ বছর ধরে রাজনীতিতে রয়েছেন। এটি একটি রাজনৈতিক বিষয় নয়। এখনও পর্যন্ত, রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের কেউই প্রতিবাদে নামেননি। এটিই এই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি।