বারাবাঙ্কি, ১২ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতদের নাম-রাজেন্দ্র (৩২), দুর্গেশ (১৪) ও জয় নারায়ণ (১৬)। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে রামসানেহিঘাট কোতোয়ালি থানার অন্তর্গত মোহাম্মদপুর কিরাত গ্রামের কাছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা বিনোদ বাবু মিশ্র জানিয়েছেন, ওই এলাকায় বরফ সরবরাহ করতেন রাজেন্দ্র। রাস্তার ধারে নিজের পিকআপ ভ্যানকে রেখেছিলেন তিনি। লখনউয়ের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা মারে। পরে ট্রাকটি ২৫০ মিটার দূরে একটি গাছেও ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ঘাতক ট্রাকটিকে খুঁজছে পুলিশ।