বেঙ্গালুরু, ৮ এপ্রিল (হি. স.) : হুমকি ই-মেলে বোমাতঙ্ক ছড়াল বেঙ্গালুরুর একাধিক স্কুলে। বেঙ্গালুরু শহরের ছ’টি স্কুলে ইমেলে হুমকি দেওয়া হয়, ‘স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে। আর এটা কোনও মজা নয়। সাবধান! এখনই পুলিশে খবর দিন। না হলে প্রচুর প্রাণ যেতে পারে। সব কিছুই আপনার হাতে।’ শুক্রবার বেলা এগারোটা থেকে ১১.১০ মিনিটের মধ্যে পর হুমকি ই-মেল আসে দিল্লি পাবলিক স্কুল, গোপালান ইন্টারন্যাশনাল স্কুল, নিউ অ্যাকাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং এবেনেজার ইন্টারন্যাশনাল স্কুলে। হুমকি ই-মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোমাতঙ্কের খবর পেয়েই পুলিশ স্কুলগুলিতে পৌঁছে যায়, দ্রুত খালি করে দেওয়া হয় শিক্ষাঙ্গন। বম্ব স্কোয়াডও পৌঁছয় স্কুলগুলিতে। তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, “বেশ কয়েকটি স্কুল হুমকি মেল পেয়েছে। কোথা থেকে এই ই-মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এগুলি ভুয়ো হুমকি।