কলকাতা, ৮ এপ্রিল (হি.স.) : কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রের ফের জেল হেফাজত। শুক্রবার বিকাশ মিশ্রকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে তোলা হলে তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এর আগে দিল্লি থেকে বিকাশ মিশ্রকে ইডি গ্রেফতার করে। জেলা হেফাজত হয় তাঁর। পরে তিহার জেল থেকে নিজেদের হেফজতে নেয় সিবিআই। কিন্তু, অসুস্থতার কারণে বিকাশ অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন। নিয়ম অনুযায়ী হাজিরা ও তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু, তদন্তে সহযোগিতা তো দূর, অসুস্থতার কারণে বিকাশ হাজিরা দিতে পারছিলেন না। আর সেই কারণেই গত ৯ ডিসেম্বর ২০২১ কয়লা কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে আবারও গ্রেফতার করে সিবিআই ৷ বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।
এরপর বিকাশ মিশ্রের ৯১ দিনের জেল হেফাজতের মেয়াদ পূর্ণ হলে ৮ মার্চ তাঁর জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। তারপর জেল হেফাজতেই ছিলেন তিনি। শুক্রবার আরও একবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। এদিন আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।