Imran Khan : পঞ্জাবের নতুন গভর্নর উমর সরফরাজ চিমা, ইমরানকে তোপ মারিয়ামের

ইসলামাবাদ, ৩ এপ্রিল (হি.স.): পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নতুন গভর্নর হিসাবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ করা হল। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান খান সরকার।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি আস্থা ভোটের আগে এদিন পঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করেন ইমরান খান। এরপরই পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে উমর সরফরাজ চিমাকে। এদিকে, এদিন ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগেন মারিয়াম। টুইটে মারিয়াম লেখেন, সংসদে হামলার কথা মনে আছে? সংসদ আপনাদের বাড়িতে পাঠাবে। যদিও, ইমরানের ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে অসংবিধানিক বলে খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার।