CBI : রামপুরহাট হত্যাকাণ্ডে ফের শেখলালকে জিজ্ঞাসাবাদ

কলকাতা, ৩ এপ্রিল (হি.স.) : রামপুরহাট হত্যাকাণ্ডে কুমারড্ডা গ্রামে শেখলাল শেখের বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল। ওই গ্রামে উদ্ধার হওয়া দুটি টোটো এবং বাইক নিয়ে এদিন শেখলালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। বিশেষ ক্যাম্পে নিয়ে গিয়ে রবিবার শেখলাল শেখকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর,তদন্তের স্বার্থে আবারও কুমারড্ডা গ্রামে যেতে পারেন সিবিআই আধিকারিকেরা।

বগটুই হত্যাকাণ্ডের ১১ দিনের মাথায় কুমারড্ডা গ্রাম থেকে উদ্ধার হয় দুটি টোটো এবং একটি মোটরবাইক। সেই গ্রামের বাসিন্দা মনিরুল শেখের বাড়িতেই উদ্ধার হয়েছে এই দুটি টোটো এবং বাইক। হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্য শেখলাল শেখ ও মিহিলাল শেখ আগেই অভিযোগ এনেছিলেন, সেই রাতে ওই দুটি টোটো এবং বাইকে করেই পেট্রল, বোমা, বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল। তারপরেই অগ্নিসংযোগ করা হয়েছিল। আর হত্যাকাণ্ডের পরে প্রমাণ লোপাটের জন্য গ্রাম থেকে সরিয়ে ফেলা হয় টোটো এবং মোটরবাইক।