আগরতলা, ১ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় শূন্যপদ সৃষ্টি এবং ঢালাও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ-বিষয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শিক্ষা দফতরে নিয়োগ এবং স্বাস্থ্য দফতরে শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্টার্ট আপ শুরু করার জন্য বেকার যুবক-যুবতীদের সহায়তা করবে ত্রিপুরা সরকার। তার জন্য ৫০ কোটি টাকার ফান্ড তৈরীর সিদ্ধান্ত হয়েছে, বলেন তিনি।এদিন তিনি বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তে শিক্ষা দপ্তরের অধীনে ৩০০ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে। এরমধ্যে সোসিওলজি স্নাতকোত্তর শিক্ষকের জন্য পদ ৭৫টি, সাইকোলজির জন্য ৭৫টি, জিওগ্রাফির জন্য ৭৫টি এবং ইকোনমিক্সের জন্য রয়েছে ৭৫টি পদ। এর বাইরেও ৬৪ জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে।
এছাড়াও স্নাতক শিক্ষকের ১৭৫ টি পদ পূরণ করা হবে।সাথে তিনি যোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১৪৩ জন ল্যাবেরোটরি টেকনিশিয়ান নিয়োগ করা হবে। এতে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নতি ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, শিক্ষা দপ্তরে ৩৪৮টি স্পেশাল এডুকেটর পদ সৃষ্টি করা হয়েছে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন তিনি আরও জানান, নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে প্রিন্সিপাল পদটিও পূরণ করা হবে। এছাড়া, ত্রিপুরার বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং যেসব যুবক যুবতীরা স্টার্ট আপ করতে ইচ্ছুক কিন্তু অর্থের সমস্যা রয়েছে তাদের কথা ভেবে ত্রিপুরা সরকার ৫০ কোটি টাকার ফান্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ওই ফান্ডের মধ্যে ১৫ কোটি টাকা বহন করবে ত্রিপুরা সরকার, ১০ কোটি টাকা বহন করবে সিডবি এবং বাকি ২৫ কোটি টাকা অন্যান্য সংস্থা থেকে সংগ্রহ করা হবে। তাঁর বক্তব্য, ইচ্ছুক বেকাররা তাদের ডিপিআর জমা দেবে এবং সরকার সেই ডিপিআর বিচার বিশ্লেষণ করার পর বিনা সুদে ফান্ড থেকে ঋণ দেবে।