Mamata Banerjee: বগটুইয়ে অগ্নিদগ্ধ বালিকার মৃত্যুতে মমতার তোপ মান্নানের

কলকাতা, ২৮ মার্চ (হি. স.) : বগটুই-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ওই ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। বগটুই কাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। তাঁদের মধ্যে ছিলেন একজন মহিলা। নাম নাজমা বিবি। অবশেষে সেই নাজমা বিবির মৃত্যু হল।

সোমবার প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ‘অমানবিক মহিলা মুখ্যমন্ত্রী’ শিরোনামে এক বিবৃতিতে লেখেন, “ছিঃ ছিঃ, ধিক্কার মুখ্যমন্ত্রী। আপনার অমানবিকতা, নিষ্ঠুরতায় মানুষ স্তম্ভিত। নিন্দা জানাবার ভাষা নেই।“ কয়েক বছর আগে ডঃ মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী এবং শ্রীমতি সোনিয়া গান্ধী ইউপিএ-র চেয়ারপার্সন ছিলেন। সেই সময় দিল্লিতে একজন মহিলার উপর জঘন্যতম পাশবিক অত্যাচারের ফলে তার মৃত্যু হয়। সমগ্র দেশবাসী এই ঘটনায় স্তম্ভিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। ডঃ সিং এবং শ্রীমতি গান্ধী এই ধিক্কার জনক ঘটনায় মর্মাহত হয়ে নির্যাতিতাকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হলেন। শুধু তাই নয় প্রতিবাদী বিক্ষোভকারীদের সাথে একমত হয়ে কঠোর আইন প্রণয়নের পদক্ষেপ গ্রহণ করলেন যাতে এই জঘন্যতম ঘটনায় যুক্ত অপরাধীদের বর্তমানে এবং ভবিষ্যতেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই জঘন্যতম ঘটনা ’নির্ভয়া কান্ড’ নামে কুখ্যাত।

কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি দূরত্বের মধ্যে এরকম একটা জঘন্যতম ঘৃণ্য ঘটনার শিকার হয়ে এগারো বছরের একটি নিষ্পাপ বালিকা কলকাতায় আর জি কর হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে লড়াই করার তিন দিন পরও মৃতপ্রায় অবস্থায়। অথচ মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তাঁর এতটুকুও অনুশোচনা নেই। তিনি নির্যাতিতার বাড়িতে যাওয়া তো দূরের কথা, ঢিল ছোঁড়া দূরত্বের কলকাতায় আর জি কর হাসপাতালে গিয়ে তার বাবার সাথে দেখা করে শান্তনা জানাবার প্রয়োজন মনে করলেন না। ছিঃছিঃ, ধিক্কার মুখ্যমন্ত্রী। আপনার অমানবিকতা, নিষ্ঠুরতায় মানুষ স্তম্ভিত। নিন্দা জানাবার ভাষা নেই।“