Minister Manoj Kanti Dev : ত্রিপুরায় আরও দুটি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা রয়েছে : শিল্প ও বাণিজ্যমন্ত্রী

আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় নতুন করে আরও দুটি সীমান্ত হাট স্থাপনের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কমলপুর (ভারত) কুরমাঘাট (বাংলাদেশ) সীমান্তহাটের – ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং পালবস্তি (রাঘনা) সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রক্রিয়া চলছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন।

 তিনি জানান, ত্রিপুরায় বর্তমানে সিপাহীজলা জেলার কমলাসাগর এবং দক্ষিণ জেলার শ্রীনগরে দুটি সীমান্ত হাট রয়েছে। তাঁর কথায়, খোয়াই মহকুমার বেলছড়ায় সীমান্তহাট চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ ব্যাপারে ২০১৯ সালের ২৩-২৪ এপ্রিল বাংলাদেশের সিলেটে ভারত-বাংলাদেশ যৌথ বর্ডার হাট কমিটির পর্যালোচনা বৈঠকে ত্রিপুরার যে দুটি স্থানে নতুন বর্ডার হাট করার জন্য চিহ্নিত করা হয়েছিল সেগুলি হল বেলছড়া (খোয়াই) নালুয়া টি এস্টেট (হবিগঞ্জ, বাংলাদেশ) এবং কাঁঠালিয়া (সিপাহীজলা) জগরামপুর (কুমিল্লা)। বেলছড়া (খোয়াই) – নালুয়া টি এস্টেট (হবিগঞ্জ, বাংলাদেশ) বর্ডার হাটের স্থান নির্ধারণ করার জন্য খোয়াই এবং হবিগঞ্জ যৌথ প্রশাসনিক দলের পরিদর্শন কার্য দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যেই খোয়াই মহকুমা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে।

এদিকে, বিধায়ক মবস্বর আলির অন্য এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব জানান, কৈলাসহরে সীমান্ত হাট করার প্রস্তাব রাজ্য সরকারের রয়েছে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি কৈলাসহরের হীরাছড়ায় ভারত-বাংলা সীমান্তে হাট করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *