দিল্লি-সহ দেশের প্রায় সর্বত্রই মহার্ঘ্য সিএনজি ও পিএনজি, সাধারণের মাথায় হাত

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ও ডোমেস্টিক পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি)-র দাম বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। দিল্লিতে ১ টাকা বাড়ানো হয়েছে পিএনজি-র দাম, সিএনজি-র দামও বাড়ানো হয়েছে ১ টাকা। নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে পিএনজি-র স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রতি দাম ৩৬.৬১ টাকা ও সিএনজি-র প্রতি কেজির দাম ৫৯.০১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকেই।

দিল্লি ছাড়াও হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থানেও বেড়েছে সিএনজি ও পিএনজি-র দাম। উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে পিএনজি-র স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রতি দাম ৩৫.৮৬ টাকা, মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে পিএনজি-র দাম ৩৯.৩৭ টাকা, কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৩৮.৫০ টাকা। হরিয়ানার গুরুগ্রামে ৩৪.৮১ টাকা। রাজস্থানের আজমের ও পালিতে ৪২.০২৩ টাকা। অন্যদিকে, উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে সিএনজি-র দাম কেজি প্রতি ৬১.৫৮ টাকা, মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে সিএনজি-র দাম ৬৬.২৬ টাকা, কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৭০.৮২ টাকা। হরিয়ানার গুরুগ্রামে ৬৭.৩৭ টাকা। রাজস্থানের আজমের ও পালিতে ৬৯.৩১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *