বীরভূম, ২৪ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার বগটুইয়ে যাওয়ার পথে ‘বাধা’ পেয়ে প্রতিবাদ জানাতে পথে বসে বিক্ষোভ দেখালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
অধীর চৌধুরী যাচ্ছিলেন রামপুরহাটে। পথে বোলপুরের শ্রীনিকেতন মোড়ে তৃণমূলের কর্মীরা তাঁদের গাড়ি আটকে দেয় বলে অভিযোগ। সেখানেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাজে ব্যাঘাত ঘটাতে যাচ্ছি না। আমরা কামান, বন্দুক, একে-৪৭ নিয়ে যাচ্ছি না। আমাকে ১০০ কিলোমিটার দূরে কেন আটকাচ্ছেন ? আপনি আমাকে গ্রেফতার করুন। সাধারণ মানুষের হয়রানি কেন করছেন ? আমরা কী অপরাধ করেছি ?’’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে রাজ্যের তদন্তেই ভরসা রাখার কথা জানিয়েছেন। রাজ্য সরকার দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি বর্ণনা করতে চলেছেন তৃণমূল সাংসদরা।