তিউনিস, ২১ মার্চ (হি.স.): তিউনিসিয়ার রাজধানীর দক্ষিণে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৯৫ জন। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দু’টির মধ্যে একটিতে যাত্রী ছিল, অপরটি ছিল খালি।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মোয়েজ ট্রিয়া জানিয়েছেন, সোমবার সকালে রাজধানীর দক্ষিণে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে একটি সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ৯৫ জন, কারও মৃত্যু হয়নি। অনেক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।