নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১৫ মার্চ : মঙ্গলবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডা: দিলীপ দাস। এদিন ৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেছেন।

রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডা: দিলীপ দাস বলেন, এ ধরনের সেবামূলক কাজে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এগিয়ে এসেছে। তিনি তথ্য দিতে গিয়ে বলেন, গত তেশরা মার্চ থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ৭৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।সারা বছর ব্যাপী এ ধরনের সেবা মূলক কর্মসূচি চলবে বলেও তিনি জানান। বিদ্যালয়ের এনএসএস ইউনিট রক্তদান শিবির এর মূল উদ্যোক্তা বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন তিনি যখন নেতাজি স্কুলে পড়াশোনা করতেন তখন তাদের মধ্যে এ ধরনের চেতনাকে জাগ্রত করেনি এবং তারা নিজেরাও এ বিষয়ে ততটা সচেতন ছিলেন না। কিন্তু বর্তমান ছাত্র সমাজ যেভাবে সচেতনতা ও সমাজসেবামূলক কাজের নজির স্থাপন করছে তা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন। শুধু নেতাজি স্কুলে নয় রাজ্যের সবগুলি স্কুল এই ধরনের সামাজিক কর্মসূচি সংগঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।