নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব বিবাদ মামলায় কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী যাদব। মঙ্গলবার কর্নাটক হাইকোর্টের রায় শুনে তেজস্বী সূর্য বলেছেন, “আমি কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি; মেয়েদের শিক্ষার সুযোগ ও অধিকারকে শক্তিশালী করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিশেষ করে যারা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাঁদের জন্য।”
তেজস্বী আরও বলেছেন, “সমাজের একটি শ্রেণী মুসলিম মেয়েদের শিক্ষা ও আধুনিকতা থেকে বঞ্চিত করার চেষ্টা করছিল… আবেদন করা জনগণের অধিকার এবং তাঁরা তা করতেই পারেন, তবে…আদালতের আদেশ মেনে চলা উচিত সকলের।” উল্লেখ্য, কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে যে বিবাদ চলছিল, সেই মামলায় রায় দিল কর্নাটক হাইকোর্ট। মঙ্গলবার রায়দানের সময় কর্নাটক হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।

