শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকলে, তা অবশ্যই মেনে চলতে হবে : রেখা শর্মা

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়ে খুশি প্রকাশ করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকলে, তা অবশ্যই মেনে চলতে হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, “আমি কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ কোরান অনুসারে হিজাব কোনও ধর্মীয় অনুশীলন নয়। একজন পড়ুয়া যখন কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে, তখন অবশ্যই তাঁকে নিয়ম-কানুন মেনে চলতে হবে।”

তিনি আরও বলেছেন, “মেয়েদের অধিকার রক্ষার একজন প্রবল সমর্থক আমি, আমি সর্বদা বলে থাকি মেয়েরা যে কোনও স্থানে যে কোনও কিছু পরতেই পারে, কিন্তু যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম কোড থাকে, তাহলে সেটা অবশ্যই মেনে চলতে হবে। ছাত্রদের ধর্ম, বর্ণ, গোত্রে বিভক্ত করা উচিত নয়। আমি আশা করি তারা ক্লাসে ফিরে যাবে।”