Ukrainian President Volodymyr Zelensky : শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ : জেলেনস্কি

কিয়েভ, ১০ মার্চ (হি.স.): ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রাশিয়া । রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি । এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ্য করেছেন বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ, যারা হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে? তিনি বলেন, রুশদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’ ছিল? হিংসার মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিওপোল শহরে যা করছে, তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়েছে।


জেলেনস্কি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রুশ সেনারা ইউক্রেনে সব ধরনের অপকর্ম করেছে বলেও জানান তিনি।ইউরোপীয়াদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রসূতি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ। ইউরোপীয়রা বলতে পারবে না যে ইউক্রেনে কী ঘটেছে তারা দেখেনি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেনি। তারা দেখেছেন, তারা জানেন।