BJP MP Hema Malini : ঐতিহাসিক ফলাফলের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বিজেপি সাংসদ হেমা মালিনীর

লখনউ, ১০ মার্চ (হি. স.) : ঐতিহাসিক ফলাফলের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়েছেন, বিজেপি সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী ।


প্রসঙ্গত, ১৯৮৫ এর পর উত্তরপ্রদেশে দ্বিতীয়বার টানা ক্ষমতা দখলের পথে কোনও রাজনৈতিক দল। এ প্রসঙ্গে হেমা মালিনী অবশ্য জানিয়েছেন, এই জয় প্রত্যাশিত ছিল। পাশাপাশি তিনি বলেন, উত্তরপ্রদেশে মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে যেকোনও দুর্নীতি কঠোরভাবে দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর ভূয়সী প্রশংসা করেন। একইসাথে করোনা পরিস্থিতিতে যোগী আদিত্যনাথ রাজ্যে খুব ভালোভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন বলে দাবী করেন বিজেপি সাংসদ। শুধু হেমা মালিনী নয়, বিজেপির অন্যান্য নেতারাও যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়েছেন।