BJP Lead : দেবভূমিতে ৪৮টি আসনে এগিয়ে বিজেপি; কংগ্রেস ১৮, খাতা খুলল বিএসপি

দেহরাদূন, ১০ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে কংগ্রেসকে বহু পিছনে রেখে এগিয়েই রয়েছে বিজেপি। ৭০ বিধানসভা আসনের উত্তরাখণ্ডে ৪৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দেবভূমি ফের বিজেপির দখলেই যেতে চলছে।

কংগ্রেস এগিয়ে ১৮টিতে এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে দু’টি আসনে। দুপুর তিনটে নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি এগিয়ে গিয়েছে বিজেপি।


কংগ্রেস এগিয়ে রয়েছে ১৮টি আসনে, বহুজন সমাজ পার্টি দু’টি আসনে, নির্দল এগিয়ে দু’টি আসনে। এখনও পর্যন্ত কোনও দল কোনও আসনে জয়লাভ করেনি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। 
শুরু হয়ে গিয়েছে মিষ্টি বিতরণ।