মণিপুর : নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলছে ভোটগণনা, জয়ের পথে বিজেপি, ৮,৫৭৪ ভোটে এগিয়ে মুখ্যমন্ত্রী বীরেন

বিজেপি ২১, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৭, কংগ্রেস ৩ এবং অন্য ১০ জন প্রার্থী এগিয়ে

ইমফল, ১০ মার্চ (হি.স.) : মণিপুর বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি। সকাল ১১:৪০ মিনিটের খবর, ৬০ আসনে বিধানসভায় ২৫টি কেন্দ্রে এগিয়ে চলেছে গেরুয়া বাহিনী। এখন পর্যন্ত হেইঙ্গাং আসনে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং ৮,৫৭৪ ভোটে এগিয়ে চলেছেন। এদিকে থউবাল আসনে তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ওখরাম ইবোবি সিং বিজেপি প্রার্থী এল বসন্ত সিং থেকে ৪৭২ ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছেন। সর্বশেষ রাউন্ডের খবর, বিজেপি ২১, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৭, কংগ্রেস ৩ এবং অন্য ১০ জন প্রার্থী এগিয়ে চলেছেন।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ঠিক আটটা থেকে সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে শুরু হয়েছে ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গত ২৮ ফেব্রুয়রি ৩৮টি আসনে এবং ৫ মার্চ ২২টি আসনে, দুই পর্বের ভোটে ব্যাপক সাড়া দিয়েছেন ভোটাররা। দুই দফার নির্বাচনে ভোট পড়েছে যথাক্রমে ৮৮.৬৩ এবং ৭৮ শতাংশ।
আজ যাঁদের ভাগ্য নির্ধারণ হবে, তাঁদের মধ্যে অন্যতম যথাক্রমে, হেইঙ্গাং আসনের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং, সিংজামেই আসন থেকে স্পিকার ওয়াই খেমচাঁদ সিং, উরিপোক আসনে ডেপুটি সিএম এবং এনপিপি প্রার্থী ইউমনাম জয়কুমার, নামবোল আসনে মণিপুর প্রদেশ কংগ্রেস সভাপতি এন লোকেশ সিং, প্রাক্তন তিনবারের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ও ইবোবি সিং, প্রাক্তন ডেপুটি সিএম গাইখাংগাম গ্যাংমেই, বর্তমান ক্রীড়া মন্ত্রী লেটপাও হাওকিপ, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী লোসি ডিখো, বন ও পরিবেশমন্ত্রী আওয়াংবো নিউমাই, ১৪ নম্বর ইয়াইসকুল আসনে বিজেপি প্রার্থী থকচম সত্যব্রত সিঙের প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-এর থাউনাওজাম বৃন্দা (মণিপুরের শীর্ষ প্রাক্তন পুলিশ আধিকারিক), বিজেপির ইউহ জোনাথন তাও, এমকে প্রেশো শিমরে, ড. রাধেশ্যাম ইউমনাম, ইয়েংখোম সুরচন্দ্র সিং (অবসরপ্রাপ্ত আইএএস), রাধেশ্যাম সিং, সোরাইসাম কেবি দেবী প্রমুখ হেভিওয়েট নেতা।
এবার বিজেপি ছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেস, জনতা দল (ইউনিইটেড), নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া (আঠাওয়ালে), রাষ্ট্রীয় জনহিত সংঘর্ষ পার্টি (আরজেএসপি), সিপিআই এবং নির্দলীয় প্রার্থী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।