Delhi Highcourt: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আদেশকে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : সোমবার পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি) প্রিন্সিপাল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে আবেদন জানান। ক্যাট (সিএটি) কলকাতা বেঞ্চ থেকে ক্যাট (সিএটি) দিল্লি বেঞ্চে তার আবেদন স্থানান্তর করা হয়।

এদিন বিচারপতি ডিএন প্যাটেল এবং বিচারপতি জ্যোতি সিং-র বেঞ্চ জানিয়েছে, ক্যাট (সিএটি)-এর আদেশে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই।
এর আগে, সলিসিটর জেনারেল তুষার মেহতা বিষয়টিতে ভারত ইউনিয়নের পক্ষে হাজির হয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালের মামলাটি এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে স্থানান্তর করার একচেটিয়া ক্ষমতা রয়েছে। তিনি বলেন, গত বছরের মে মাসে মুখ্যসচিব পশ্চিম মেদিনীপুর জেলার কালাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রীকে গ্রহণ না করে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য তার পর্যালোচনা সভা এড়িয়ে যাওয়া ছিল একটি মহালঙ্ঘন।

আলাপন বন্দ্যোপাধ্যায় জানুয়ারিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সিএটির প্রধান বেঞ্চের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা বেঞ্চ থেকে দিল্লি বেঞ্চে তাঁর মামলা স্থানান্তর করা হোক। আবেদনে বলা হয়েছে, “হস্তান্তরের আবেদনটি তালিকাভুক্তির প্রথম দিনেই অনুমোদিত হয়েছিল।” শীর্ষ আদালত বলেছে, বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কলকাতা হাইকোর্টের নেই। ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের আদেশকে চ্যালেঞ্জ করার জন্য এ খতিয়ার পূর্ণ দিল্লি হাইকোর্টে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। সেই আদেশে দিল্লি হাইকোর্টে আবেদন জানালে সেই আবেদন এদিন খারিজ হয়।