কলকাতা,৬ মার্চ (হি. স.): রবিবার রাত পোহালেই আগামীকাল সোমবার থেকে শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিক পরীক্ষার আগে রবিবার থেকেই স্কুল গুলোতে কড়া পাহারা ।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে খুলে গিয়েছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় । আর তাই দুবছর পর এবার ঘোষণা হয়েছে হল মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ । আগামীকাল ৭ মার্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা । অপরদিকে
৮ মার্চ দ্বিতীয় ভাষা,
৯ মার্চ ভূগোল পরীক্ষা,
১১ মার্চ ইতিহাস পরীক্ষা,
এরপর
১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা,
১৪ মার্চ অঙ্ক,
১৫ মার্চ ভৌতবিজ্ঞান,
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা । আগামীকাল
মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১১.৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত । এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন । এমনকি
ফের অফলাইনে পরীক্ষা শুরু হওয়ায় প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ । পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা । যার জেরে রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে নজরদারি ।সেইসঙ্গে করোনা আবহে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের করোনা বিধি মেনে পরীক্ষা দিতে হবে । প্রত্যেক পরীক্ষার্থীকে পরে থাকতে হবে মাস্ক ।

