Amit Shah: উত্তর প্রদেশকে মাফিয়া-মুক্ত করার কাজ করেছে বিজেপি : অমিত শাহ

গাজিপুর, ৪ মার্চ (হি.স.): উত্তর প্রদেশকে মাফিয়া-মুক্ত করার কাজ করেছে বিজেপি। বিজেপি সরকারের অধীনেই অপরাধ কমেছে উত্তর প্রদেশে। শুক্রবার উত্তর প্রদেশের গাজিপুরের জঙ্গিপুরের নির্বাচনী জনসভা থেকে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উত্তর প্রদেশে ৬ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। এই ৬ দফার নির্বাচনে আমি নিশ্চিত সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি সাফ হয়ে গিয়েছে। ফের ক্ষমতায় আসতে চলেছে ৩০০ অতিক্রম করা বিজেপি সরকার।

উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, উত্তর প্রদেশে আগে দরিদ্রদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছত না, যোগীজির সরকার উত্তর প্রদেশে ১৮ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে। এখন গরিবদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। অমিত শাহ বলেছেন, গরিব, পিছিয়ে পড়া ও দলিতদের সরকার হল বিজেপি সরকার। স্বাধীনতার পর এই প্রথম দরিদ্রদের কল্যাণ সাধনের কাজ করেছে মোদী সরকার। আরও একবার উত্তর প্রদেশে গরিবদের কল্যাণে কাজ করা সরকারকে জয়ী করুন, আমরা এই রাজ্যকে দেশের মধ্যে এক নম্বর রাজ্যে উন্নীত করব।