Bangladesh Prime Minister Sheikh Hasina Arrested : ২১ বছর বাদে ধৃত শেখ হাসিনাকে খুনের চেষ্টায় জড়িত ফাঁসির আসামি

ঢাকা, ২ মার্চ (হি. স.) : ছদ্মবেশ ধরেও শেষ রক্ষা হলো না। দীর্ঘ ২১ বছর বাদে ঢাকা মহানগর পুলিশের সন্ত্রাস দমন শাখার গোয়েন্দাদের হাতে ধরা পড়ল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান (৪৪)।

বুধবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। মঙ্গলবার রাজধানীর খিলখেত বাজার মসজিদের সামনে গ্রেফতার হয়েছে ওই ফেরারি আসামী। পুলিশের দাবি, গ্রেফতারের সময় ধৃতের কাছ থেকে জিহাদি বই, দুটি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ড ডিক্স উদ্ধার করা হয়েছে।

২১ বছর আগে ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সফরসঙ্গীদের খুনের উদ্দেশে মাটির নিচে ৪০ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল। এছাড়াও হেলিপ্যাডের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা। জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্ব পালন করেছিল আজিজুল হক। ঘটনার কথা জানাজানি হওয়ার পরে গা ঢাকা দেয় সে।

সূত্রের খবর, তার পরে দীর্ঘ ২১ বছর ছদ্মবেশ ধরে পালিয়ে ছিল আজিজুল হক। কয়েকবার দেশ ত্যাগের পরিকল্পনাও করে ব্যর্থ হয়। ঢাকাসহ বিভিন্ন জেলার ভিন্ন ভিন্ন নামে আত্মগোপনে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টায় জড়িতদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পরেই আজিজুলকে পাকড়াও করতে কোমর কষে ঝাঁপান গোয়েন্দারা।

অবশেষে ২১ বছর বাদে সাফল্য মিলল। কেন প্রধানমন্ত্রীকে খুনের চেষ্টায় জড়িত একজন আসামিকে ধরতে ২১ বছর লাগল সে প্রশ্নের জবাবে এদিন ঢাকা মহানগর পুলিশের সিটিসিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘আজিজুল ঘন ঘন নিজের অবস্থান বদলানোয় তাকে পাকড়াও করতে সময় লেগেছে।’ এখনও ওই মামলায় মোহাম্মদ ইউসুফ, লোকমান, শেখ এনামুল ও মিজানুর রহমান নামে চার আসামিকে পালিয়ে রয়েছে।