শ্রীনগর, ১ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় প্রসূতি ও শিশু হাসপাতালে (এমসিসিএইচ) গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণে আহত হয়েছেন মোট ১০ জন। আহতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিকেজের কারণেই মঙ্গলবার হাসপাতালের টিকিট বিভাগে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে হাসপাতালের কয়েকজন কর্মী, দু’টি শিশু-সহ ১০ জন আহত হয়েছেন।
আহত অবস্থায় প্রত্যেককে অনন্তনাগের জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্তনাগ জিএমসি-র প্রিন্সিপাল ডাঃ তারিক কুরেশি জানিয়েছেন, সামান্য আহত অবস্থায় ১০ জনের চিকিৎসা চলছে। কারও চোট গুরুতর নয়। আহত ১০ জনের মধ্যে রয়েছেন দু’টি শিশু ও হাসপাতালের ৩ জন কর্মী।