কুশিনগর(উত্তরপ্রদেশ), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম পাঁচ দফার ভোটের পরে দল ইতিমধ্যে দল সংখ্যাগরিষ্ঠতার পার করেছে বলে দাবি করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীন নেতা তথা কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার কুশিনগরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, উত্তরপ্রদেশ বিধানসভার সাত দফার নির্বাচনের প্রথম পাঁচ দফায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অংক পার করেছে। ষষ্ঠ ও সপ্তম ধাপে তিনশোটিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করতে জনগণকে বিজেপিকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, ২০১৪ সালে গোটা দেশ এবং উত্তরপ্রদেশ প্রধানমন্ত্রী মোদীজিকে প্রধানমন্ত্রী করেছে। প্রথমবারের মতো একটি অ-কংগ্রেস দল উত্তরপ্রদেশে বিধানসভায় বেশি আসন জিতেছে। এবার এই জয়ের অর্জনের সীমারেখা অতিক্রম করতে হবে।
এদিন তিনি দেশ অতিমারীতে কোভিড ভ্যাকসিনের চালু করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করা বিরোধীদের একহাত নিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী যখন দেশে কোভিড ভ্যাকসিন আবিস্কারে দেশের বিজ্ঞানীদের প্রশংসা করছিলেন এবং দেশবাসীকে ভ্যাকসিন নেওয়াতে প্রচার করছিলেন, তখন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ওই ভ্যাকসিনকে “মোদী ভ্যাকসিন” বলে টিকাকরণ না করার ক্ষেত্রে উস্কানিমূলক কথা বলেছিলেন। অথচ তিনি দশদিন পর রাতের অন্ধকারে গিয়ে টিকাকরণ করেছেন। তিনি আরও বলেন, উত্তর প্রদেশে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির শাসন থাকলে, মানুষ কোভিডের তৃতীয় ঢেউয়ে কঠিন সময় দেখতে পেত। বিরোধীরা তাদের স্বার্থের কারণে জনসাধারণকে বিভ্রান্ত করেছে।
প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে মহারাজগঞ্জে ভোট হবে। আগামী ৩ মার্চ ১০টি জেলার ৫৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।