Narendra Modi: উত্তরপ্রদেশের মানুষ পাঁচ দফায় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ‘ঘোর পরিবারবাদীদের’ প্রত্যাখ্যান করেছেন : প্রধানমন্ত্রী মোদী

বালিয়া (উত্তরপ্রদেশ), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ রাজ্যের জনগণ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ‘ঘোর পরিবারবাদী’দের প্রত্যাখ্যান করেছে এবং দেখিয়েছে উত্তরপ্রদেশের যানবাহন জাতপাতের গলিতে আটকে পড়বে না। সোমবার এই ভাবেই বিরোধীদের অক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের পঞ্চম পর্বের নির্বাচনের সমাপ্তির একদিন পরে প্রধানমন্ত্রী মোদী এদিন বালিয়ায় এক নির্বাচনী জনসভায় ভাষণে বলেন, উত্তরপ্রদেশে নির্বাচনের পাঁচটি ধাপ শেষ হয়েছে। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, ‘ঘোর পরিবারবাদী’দের প্রত্যাখ্যান করা হয়েছে। এখানকার মানুষ দেখিয়েছে যে তাদের গাড়ি আর জাতপাতের গলিতে আটকা পড়বে না। উন্নয়নের মহাসড়কে গতিতে এটি লাভ করেছে।

রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ঘোর পরিবারবাদীরা ক্ষমতায় থাকাকালীন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করেছিল। বালিয়া, পূর্বাঞ্চল এবং উত্তরপ্রদেশের উন্নয়ন আমার দায়িত্বের পাশাপাশি আমার অগ্রাধিকার। আজ, পূর্বাঞ্চলের পাশাপাশি, প্রতিটি অঞ্চলের উন্নয়নে মনোযোগ দেওয়া হচ্ছে, তা বিদ্যুৎ, রাস্তা, হাসপাতাল হোক। ‘ঘোর পরিবারবাদীরা’ ধ্বংস করেছিল। যোগী আদিত্যনাথ এটিকে মূলস্রোতে ফিরিয়ে আনছেন।
আইনশৃঙ্খলা ইস্যুতে দলের প্রধান অখিলেশ যাদবের নেতৃত্বাধীন রাজ্যের আগের সমাজবাদী পার্টি সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, বালিয়ার ব্যবসায়ীরা ভুলতে পারে না যে কীভাবে গুণ্ডারা তাদের টাকা ছিনিয়ে নিয়েছিল। মুখ্যমন্ত্রী যোগীর সরকারের অধীনে বালিয়ার ব্যবসায়ীরা নিরাপদ বোধ করছেন। মেয়েরা বাড়ি থেকে বের হলে গুন্ডাদের ভয় পায় না।

প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে মহারাজগঞ্জে ভোট হবে। আগামী ৩ মার্চ ১০টি জেলার ৫৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *