Uttar Pradesh Double engine Prime Minister : উত্তর প্রদেশের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাবল ইঞ্জিনের সরকার : প্রধানমন্ত্রী

বারাণসী, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। রবিবার উত্তর প্রদেশের বারাণসীর জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে (সমাজবাদী পার্ট) নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিবারবাদীরা যখন উত্তর প্রদেশে ক্ষমতায় ছিল, তখন উত্তর প্রদেশের উন্নয়নে আমরা যে কাজই করতাম তাঁরা বাধা দিত। কিন্তু, বিগত ৫ বছর ধরে উত্তর প্রদেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার।

প্রধানমন্ত্রী বলেছেন, ভারতীয় রাজনীতি এখন এতটাই নীচে নেমে গিয়েছে যে কাশীতে আমার মৃত্যু কামনা করে প্রার্থনা করা হয়েছে। তবে, আমি আনন্দিত বোধ করেছি। এর অর্থ হল আমার মৃত্যু পর্যন্ত আমি কাশীকে ছাড়ছি না এবং এখানকার জনগণও আমাকে ছাড়ছেন না। বারাণসীর জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, লালকেল্লা থেকে আমি ঘোষণা করেছি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছবে। যখন এমনটা হয়, তখন তোষণের কোনও সম্ভাবনা থাকে না, থাকে না কোনও বৈষম্য। প্রসঙ্গত, এদিনের জনসভার পরে কাশী বিশ্বনাথ মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *