নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২৭ ফেব্রুয়ারী৷৷কল্যাণপুর থানা এলাকার লোকনাথ মন্দিরে এবং উদয়পুর মন্দির নগরী এলাকার একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কল্যাণপুর লোকনাথ মন্দিরের টিনের বেড়া কেটে চোরের দল ভিতরে ঢুকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে৷ রবিবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসে৷ খবর পেয়ে ছুটে আসেন ধর্মপ্রাণ মানুষ জন৷ খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে৷উল্লেখ্য এ নিয়ে কল্যাণপুর লোকনাথ আশ্রমে চারবার চুরির ঘটনা ঘটেছে৷ পরপর ধর্মীয় প্রতিষ্ঠান এ ধরনের চুরির ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষ সহ স্থানীয় সকল জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ চোরদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন৷
এদিকে উদয়পুর এর মন্দির নগরীতে তাকে দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ণ এলাকার একটি দোকানে ঢুকে চোরের দল নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে৷ রবিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে এ ঘটনা প্রত্যক্ষ করেন৷এ ব্যাপারে রাধাকিশোর পুর থানা পুলিশকে অবগত করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করার সংবাদ নেই৷