খোয়াই, ২৬ ফেব্রুয়ারি : খোয়াইয়ের লাঠাবাড়ির রাস্তার পাশ থেকে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার নারাইফাঙ এলাকায় রাস্তার পাশ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুটি পৃথক স্থান থেকে দু’টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই থানা এলাকার লাঠাবাড়ির এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম রাম চরণ দেববর্মা। শুক্রবার ওই ব্যক্তি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। রাতে বাড়ি ফিরে আসেনি। শনিবার সকাল ৬ টা নাগাদ তাকে খুঁজতে বের হয়ে তার স্ত্রী। বাড়ির পার্শ্ববর্তী এলাকায় রাস্তার পাশেই তার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি। রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে মহিলা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় খোয়াই থানার পুলিশকে। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রায় হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কিভাবে রামচরণ দেববর্মার মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন।
দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার নারাইফাঙ এলাকার রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ শনিবার সকালে উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম আকাশ রিয়াং। বাড়ি তুইকর্মা এলাকায়। রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে পথদুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। অবশ্য পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।